Sylhet View 24 PRINT

'নিখোঁজ ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উ. কোরিয়া'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২২ ০১:১২:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেছেন, কোরীয় যুদ্ধের সময় নিখোঁজ হওয়া ২০০ সেনার দেহাবশেষ বুধবার ফেরত দিয়েছে উত্তর কোরিয়া। তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ট্রাম্প বলেন, আমরা আমাদের মহান বীরদের ফেরত পেয়েছি। আমরা এরইমধ্যে ২০০ সেনার দেহাবশেষ ফেরত পেয়েছি। মিনোসোটাতে এক জনসমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।

নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, উত্তর কোরিয়া বেশ কিছু সেনার দেহাবশেষ আগামী কয়েকদিনের মধ্যে হস্তান্তর করবে। এসব দেহাবশেষ দক্ষিণ কোরিয়ায় মোতায়েন জাতিসংঘ কমান্ডের কাছে দেয়া হবে তারপর সেখান থেকে হাওয়াই দ্বীপের মার্কিন হিকাম বিমানঘাঁটিতে নেয়া হবে।  

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন। পরে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়েছেন কিম। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুসারে, ১৯৫০ দশকের কোরীয় যুদ্ধে ৩৬ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছিল।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.