Sylhet View 24 PRINT

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৩ ২১:২০:২৭

সানগ্লাস গিফট পেয়ে জনসম্মুখে প্রকাশ না করায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে।

কানাডিয়ান প্রদেশ প্রিন্স এডওয়ার্ড দ্বীপের (পিএইচআই) প্রধান নেতা ওয়েদ ম্যাকালোউক্লানের কাছে থেকে গিফট পাওয়ার পর তা কাউকে না জানিয়ে নিয়ম ভঙ্গের কারণে তাকে এ জরিমানা দিতে বাধ্য করা হলো।

গত বছরের জুনে ট্রুডো যখন প্রিন্স এডওয়ার্ড দ্বীপে সফরে গিয়েছিলেন, তখন তাকে দুই জোড়া চামড়া-আচ্ছাদিত পাইলটদের সানগ্লাস গিফট দেওয়া হয়েছিল। দ্বীপটির ফেলো আর্থলিংস সানগ্লাস কোম্পানির তৈরি প্রতি জোড়া এ সানগ্লাসের মূল্য ৩০০ ডলার।

কানাডার নীতি অনুযায়ী ২০০ ডলারের উপরে কোনো গিফট পেলে তা ৩০ দিনের মধ্যে সার্বজনীনভাবে প্রকাশ করতে হয়।

ট্রুডোর প্রেস সেক্রেটারি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, প্রশাসনিক জটিলতার কারণে ৩০ দিনের মধ্যে গিফট পাওয়ার বিষয়টি প্রকাশ করা যায়নি।

দেশটির রাজস্ব ও নীতিনির্ধারণী বিভাগের কমিশনার মারিও ডিওনসের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম ভঙ্গ করায় প্রধানমন্ত্রী ট্রুডোর কাছ থেকে ১০০ ডলার জরিমানা আদায় করা হয়েছে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.