আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সেই গুহায় আটকা পড়া সবাই উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১০ ১৮:৩২:০১

সিলেটভিউ ডেস্ক :: থাইল্যান্ডের গুহায় আটকা কিশোর ফুটবল দলের সব সদস্য ও তাদের কোচকে বাইরে বের করে আনা হয়েছে।

থাই নেভি নিজেদের ফেইসবুক পাতায় এ খবর নিশ্চিত করেছে।

ফেইসবুকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “১২ ওয়াইল্ড বোয়ার ও তাদের কোচ গুহা থেকে বেরিয়ে এসেছে এবং তারা নিরাপদ আছে।”

উদ্ধার অভিযানের তৃতীয় দিন মঙ্গলবার চার কিশোর ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনেন ডুবুরিরা।

তার আগে রোববার চার কিশোর ও সোমবার চার কিশোরকে বের করে আনা হয়।

‘ওয়াইল্ড বোয়ার’ ফুটবল দল ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনার মধ্যদিয়ে ১৭ দিনের ক্লান্তিকর এক অভিযান শেষ হতে যাচ্ছে।

অভিযানের চূড়ান্ত অংশে এখন সবাই তিন ডুবুরি ও একজন চিকিৎসকের বেরিয়ে আসার অপেক্ষায় আছেন। গুহার ভেতরে কিশোর ফুটবল দলটির সন্ধান পাওয়ার পর থেকে ওই চারজন তাদের সঙ্গে ছিলেন।

গত ২৩ জুন থাই কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশের পর আটকা পড়েছিল।

শেয়ার করুন

আপনার মতামত দিন