Sylhet View 24 PRINT

ইসরায়েল আমাদের 'মেঘ চুরি' করছে, অভিযোগ ইরানের!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১১ ০০:৩৬:৩৬

ইরানের আকাশ থেকে মেঘ চুরি করছে ইসরায়েল, আর এতে করে আমরা চরম খড়ায় ভুগছি-এমনটি অভিযোগ ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান গোলাম রেজা জালালি। তিনি দাবি করেন, ইরানের আকাশে প্রবেশকারী মেঘ যেন বৃষ্টিতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে ইসরায়েল এ কাজ করে যাচ্ছে।  আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

গোলাম রেজা জালালি বলেন, ইসরায়েলসহ অন্য একটি দেশ এ ষড়যন্ত্র করেছে, যাতে ইরানের আকাশসীমায় জড়ো হওয়া মেঘগুলো বৃষ্টিতে পরিণত না হয়। আর এতে করে মেঘ ও তুষার চুরির শিকার হচ্ছে ইরান।

অবশ্য এ ব্যাপারে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, এমন কোন তথ্য আমাদের কাছে নেই। তবে ইরান দীর্ঘদিন ধরে খরায় ভুগছে। যা একটি বৈশ্বিক সমস্যা।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.