আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

যৌনকর্মী 'ঘুষ' নেয়ার অভিযোগ আইপিএল চেয়ারম্যানের বিরুদ্ধে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২০ ০০:৪৮:৪০

জাতীয় দলে ক্রিকেটারদের জায়গা করে দেওয়ার বিনিময়ে 'যৌনকর্মী ও নগদ অর্থ' ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান রাজীব শুক্লারের বিরুদ্ধে! ভারতের উত্তর প্রদেশে সম্প্রতি ক্রিকেট দল নির্বাচনে এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের ক্রিকেটার রাহুল শর্মা অভিযোগ করেছেন প্রদেশের ক্রিকেটারদের কাছ থেকে 'যৌনকর্মী ও অর্থ' ঘুষ গ্রহণের নীতিতে জাতীয় দলে জায়গা করে দেন রাজীব।

উত্তর প্রদেশের অন্য এক ক্রিকেটার অভিযোগ করেন, খেলায় আপনি দুই উইকেট নিলেন নাকি তিন উইকেট নিলেন এটা ব্যাপার না। আপনি নির্বাচকদের রুপি-গাড়ি দিতে পারছেন কিনা এটা হলো আসল কথা।

বুপেন্দ্র সিং নামে দেশটির অন্য এক ক্রিকেটারের অভিযোগ, দলে জায়গা দেওয়ার নাম করে রাজীব শুক্লার সঙ্গে কাজ করা মোহাম্মদ আকরাম সাইফি তার কাছে দুই লাখ রুপি ঘুষ চেয়েছেন।  অথচ তার এক সতীর্থ রাহুলের কাছ থেকে পাঁচ লাখ রুপি নিয়ে রেখেছিলেন আগেই তিনি!

শেয়ার করুন

আপনার মতামত দিন