Sylhet View 24 PRINT

‘আধুনিক দাসত্বে’র শিকার ৮০ লাখ মানুষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২০ ১২:১৩:৪০

সিলেটভিউ ডেস্ক :: বর্তমান বিশ্বে বহু মানুষ আধুনিক দাসত্বের (মডার্ন স্লেভারি) শিকার। ‘গ্লোবাল স্লেভারি ইনডেক্স ২০১৮’ এর প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে ভারতে অন্তত ৮০ লাখ মানুষ এই ধরনের দাসত্বের শিকার। ১৬৭টি দেশের মধ্যে করা এক সমীক্ষায় ভারতের নাম বেশ উপরের দিকেই রয়েছে।

প্রতিবেদন বলছে প্রত্যেক ১০০০ জনের মধ্যে অন্তত ৬.১ জন ‘আধুনিক দাসত্বে’র শিকার। ১৬৭টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৫৩ তে। সবার ওপরে রয়েছে উত্তর কোরিয়ার নাম। সেখানে ১০০০ জনের মধ্যে ১০৪ জনই এর শিকার। আর জাপান রয়েছে সব চেয়ে নিচে।

ওই সমীক্ষায় চীনের স্থান ১১ তে। তাদের হার প্রতি হাজারে ২.৮। একাধিক বিষয়ের উপর ভিত্তি করে ‘মডার্ন স্লেভারি’র সংজ্ঞা তৈরি করা হয়। এরমধ্যে রয়েছে জোর করে শ্রমিকের কাজ করানো, জোর করে বিয়ে দেওয়া, মানব পাচার ইত্যাদি।

সিলেটভিউ২৪ডটকম/২০জুলাই২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.