Sylhet View 24 PRINT

শিশুর কান্নায় বিরক্ত হয়ে যাত্রীকে নামিয়ে দিল ব্রিটিশ এয়ারওয়েজ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১০ ০০:৫১:১৭

শিশুর কান্নায় বিরক্ত হয়ে দুই ভারতীয় পরিবারকে প্লেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে। সম্প্রতি লণ্ডন থেকে বার্লিন যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আজ টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

অভিযোগে বলা হয়, ৩ বছরের শিশুর কান্নায় বিরক্ত হয়ে প্লেনের কর্মীরা তাদের উদ্দেশে চিৎকার করে জাতিবিদ্বেষমূলক মন্তব্য ছুড়তে থাকেন। পিছনের সারিতে বসা যে পরিবার বাচ্চার কান্না থামাতে সাহায্য করছিল তাদের লক্ষ্য করেও খারাপ মন্তব্য করেন তারা। এমনকি কান্না বন্ধ না করলে জানলা দিয়ে বাচ্চাটিকে ছুড়ে ফেলার হুমকিও দেন। ওই প্লেনের কর্মীরা তাদের কোন কথাই নাকি শুনছিলেন না।

ঘটনার পর ওই ব্রিটিশ বিমান সংস্থায় অভিযোগ জানানোর পাশাপাশি ভারতের বেসরকারি বিমান পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়ে ঘটনার বিবরণ জানিয়েছেন ওই শিশুর বাবা। তিনি ভারতের পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা।

এদিকে, অভিযোগের বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, গুরুত্বের সঙ্গে এই অভিযোগ বিবেচনা করা হচ্ছে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.