আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

পশ্চিমবঙ্গ-আসাম থেকে বাংলাদেশিদের তাড়ানো হবে: অমিত শাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১১ ১৭:৫১:৩৬

সংগৃহীত ছবি

সিলেটভিউ ডেস্ক :: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ বলেছেন, এনআরসি (নাগরিকপঞ্জি) তৈরি হবেই এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবেই। দেশের নিরাপত্তার স্বার্থে এনআরসি জরুরি।এনআরসির মধ্যদিয়ে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে বাংলাদেশি চিহ্নিত করে তাদের বিতাড়ন করা হবে। এনআরসি করার উদ্দেশ্য এটাই।

শনিবার কলকাতায় বিজেপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন মমতার তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, বাংলায় সব জেলায় গণতন্ত্রের আওয়াজ পৌঁছবে। আমরা বাংলা বিরোধী নই, কিন্তু মমতা বিরোধী। বাংলা থেকে মমতা সরকারকে উৎখাত করতে হবে।


সিলেটভিউ২৪ডটকম/১১ আগস্ট ২০১৮/ডেস্ক/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন