Sylhet View 24 PRINT

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১১ ১০:৩৪:৪৮

সিলেটভিউ ডেস্ক :: নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সোমবারের এ ঘ্টনায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির জরুরি সংস্থা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রল পাম্পে এ দুর্ঘটনাটি ঘটেছে।

এসইএমএ-র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন, ট্যাঙ্কারটি থেকে গ্যাস খালাস করার সময় সেটি বিস্ফোরিত হয়।

“৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহতদের অধিকাংশই কী হয়েছে দেখার জন্য দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছিল,” রয়টার্সকে বলেছেন তিনি।

নাইজেরিয়ার সড়ক অবকাঠামো দুর্বল ও নিরাপত্তা নিম্নমানের হওয়ায় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে আরেকটি পেট্রল ট্যাঙ্কার বিস্ফোরণের পর আগুন ধরে আরও ৫৩টি গাড়ি পুড়ে গিয়ে অন্তত নয় জন নিহত হয়েছিল।

সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টম্বর ২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.