Sylhet View 24 PRINT

মন্ত্রী হতে চাইলে অনলাইনে আবেদনের আহ্বান ইরাকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১০ ০১:০৮:২৪

ইরাক কেউ মন্ত্রী হতে চাইলে অনলাইনে আবেদন করতে আহবান জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে! ইরাকে সাধারণত প্রিয়ভাজন ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পদ-পদবিগুলো বেচা-কেনা হতো। তা বন্ধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি অভিনব মনে হলেও এমন ঘোষণাই দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী পদে মনোনীত আদেল আবদুল মেহদি। তিনি এই ঘোষণার মধ্য দিয়ে সব নাগরিকের জন্য মন্ত্রী হওয়ার দরজা খুলে দিলেন।

 ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মঙ্গলবার এ ব্যাপারে একটি বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘নিজকে মন্ত্রী অথবা সরকারের বড় পদের জন্য যোগ্য মনে করা নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো ইরাকি আবেদন করতে পারবেন। এর জন্য তাঁদের প্রত্যাশিত পদের নাম উল্লেখ করে জীবনবৃত্তান্তসহ অনলাইনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে।’

ওই বিবৃতিতে প্রার্থীদের জীবনবৃত্তান্ত পাঠানোর তারিখ বেঁধে দেওয়া হয়। ৯ থেকে ১১ অক্টোবরের মধ্যে এই আবেদন করা যাবে। ইরাকের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন করতে হয়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.