আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১০ ০১:০৮:৫৭

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর রয়টার্স।

খবরে বলা হয়েছে মঙ্গলবার সকালে হোয়াইট হাউসে পদত্যাগপত্র জমা দেওয়ার পর হ্যালির পদত্যাগপত্র গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসে গিয়ে পদত্যাগের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিলেন সাউথ ক্যারোলিনার সাবেক এই গভর্নর।

ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন ছিলেন ক্যারোলিনার সাবেক এই নারী গভর্নর। তবে হোয়াইট হাউসে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি-না সে ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করেননি ট্রাম্প।

শেয়ার করুন

আপনার মতামত দিন