আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিনেটে আধিপত্য রিপাবলিকানদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৭ ১২:৪৯:৩৪

সিলেটভিউ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিজেদের অধিপত্য ধরে রাখতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।


অন্যদিকে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটরা সুবিধাজনক অবস্থানে আছে বলে এখন পর্যন্ত পাওয়া ফলে জানা যায়। খবর বিবিসির।

এখন পর্যন্ত নিম্নকক্ষ হাউসের ফলে ১৫১ আসন পেয়ে এগিয়ে আছেন রিপাবলিকানরা, অন্যদিকে ডেমোক্র্যাটরা জয়ে পেয়েছেন ১৪৪ আসনে। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮ আসন প্রয়োজন।

অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলে সিনেটের ৫০ আসনে জয় পেয়েছেন রিপাবলিকানরা, আর একটি আসন পেলেই তারা উচ্চকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবেন।

অন্যদিকে ডেমোক্র্যাটরা এ পর্যন্ত জয় পেয়েছেন মাত্র ৩৮ আসনে। ফল বাকি আছে আর ১২টি আসন।

সিনেটে আধিপত্য ধরে রাখার মাধ্যমে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে সফল হবেন, যার মধ্যে বিচারক নিয়োগ অন্যতম।

বর্তমানে সিনেটে রিপাবলিকান-ডেমোক্র্যাটদের মধ্য ব্যবধান মাত্র দুটি আসনের। রিপাবলিকানদের নিয়ন্ত্রণে আছে ৫১ ও ডেমোক্র্যাটদের ৪৯ আসন।

উচ্চকক্ষে রিপাবলিকানরা এগিয়ে থাকা সত্ত্বেও নিম্নকক্ষে ডেমোক্র্যাটরাই জয় পেতে যাচ্ছেন বলে সব পূর্বাভাসে বলা হচ্ছে। এটি হলে গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো হাউসে আধিপত্য পাবেন ডেমোক্র্যাটরা।

এর মাধ্যমে ডেমোক্র্যাটরা হাউস কমিটির মাধ্যমে প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করতে পারবেন, রিপাবলিকান বিল আটকে দিতে এবং সম্ভবত প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের মুখোমুখি করতে পারবেন।

হাউসে সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেই প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের মুখোমুখি করা যায়।

শেয়ার করুন

আপনার মতামত দিন