আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সু চি'র থেকে কেড়ে নেওয়া হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খেতাবও

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৩ ১৩:০০:৩২

সিলেটভিউ ডেস্ক:: মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র কাছ থেকে সম্মানসূচক পুরস্কার 'অ্যাম্বাসেডর অব কনসায়েন্স' কেড়ে নিলো মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

৯ বছর আগে তাকে এটি দিয়েছিলো সংস্থাটি।

সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাদের বর্বরোচিত নৃশংসতার বিষয়ে নিরব থাকায় তাকে দেয়া পুরস্কারটি ফিরিয়ে নেয়া হয়েছে।

২০০৯ সালে সু চি'কে পুরস্কারটি দেয়া হয়েছিল।

সংস্থাটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, মিজ সু চি তার এক সময়কার নৈতিক অবস্থান থেকে 'লজ্জাজনকভাবে' সরে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর সেখান থেকে নতুন করে আরো সাত লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসার ঘটনায় এর আগেও আরো কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা মিস সু চি'কে দেওয়া তাদের খেতাব প্রত্যাহার করে নিয়েছে। সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে মিস সু চি'র বিরুদ্ধে।

শেয়ার করুন

আপনার মতামত দিন