আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

আতঙ্ক বাড়িয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৬ ১৫:০১:১৭

আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তর কোরিয়া।  তারই জের ধরে শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উনের উপস্থিতিতে আধুনিকতম প্রযুক্তির উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন এক অস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। তবে এটি কি ধরনের অস্ত্র তা নিশ্চিত করেনি দেশটি।

এ ব্যাপারে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, একাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্সে এই পরীক্ষাটি চালানো হয়েছে। এসময় ব্যাপক উচ্ছাস প্রকাশ করেছেন কিম জং-উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং-উন প্রতিরক্ষা বিজ্ঞানীদের আরেকটি সফলতায় ব্যাপক উচ্ছ্বাসিত হয়েছেন।

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি কোনো ধরনের পারমানবিক অস্ত্র কিংবা ক্ষেপনাস্ত্র নয়। সাম্প্রতিক সময়ে এশিয়ার এই কমিউনিস্ট রাষ্ট্রটির পরমানু বোমা পশ্চিমা দেশগুলোর মাথা ব্যাথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিকে পরমানু অস্ত্রমুক্ত করতে নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যদিও শুক্রবারের নতুন এই অস্ত্র পরমানু বোমা কিনা এখনো নিশ্চিত নয় তথাপি যে কোন ধরনের শক্তিশালী সমরাস্ত্রের পরীক্ষাও দেশ দু'টির মধ্যে সংকট তীব্র করে তুলতে পারে।

শেয়ার করুন

আপনার মতামত দিন