Sylhet View 24 PRINT

চার মাসে আয় ১০৬৪ টাকা, ক্ষোভে প্রধানমন্ত্রীকে দিয়ে দিলেন কৃষক!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৪ ০০:৪৯:৪২

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১০ সালে ভারত সফরের সময়ে মহারাষ্ট্রের নাসিক জেলার বেশ কিছু কৃষকের সুযোগ হয়েছিল তার সঙ্গে সামনাসামনি কথা বলার। তাদের মধ্যে ছিলেন নিফাদ অঞ্চলের সঞ্জয় শাঠে।

এবার তিনি আরও একটি কাণ্ড ঘটিয়ে আবারও সংবাদ শিরোনামে এসেছেন।

এনডিটিভির এক খবর অনুযায়ী, নিজের ক্ষেতে চার মাস ধরে চাষ করে ৭৫০ কিলোগ্রাম পেঁয়াজ পেয়েছিলেন তিনি। ওই পোঁজ বিক্রি করতে যান একটি পাইকারি বাজারে। প্রথম প্রতি কেজি পেঁয়াজের দাম বলা হয় মাত্র ১ রুপি। অবশেষে অনেক দরকষাকষির পর প্রতি কেজি ১.৪০ রুপিতে বিক্রি করেন তিনি। এতে তিনি ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে মোট ১,০৬৪ টাকা পান। পেঁয়াজের দাম এত কম হওয়া ক্ষোভে তিনি ওই টাকা  মানি অর্ডার করে পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে।

চার মাসের কঠিন পরিশ্রমের পর আয়ের পরিমাণ এতো কম হওয়ায় বাকি কৃষকদের মতো সঞ্জয় শাঠেও খুবই আশাহত। তার প্রতিবাদেই এমন কীর্তি করেছেন বলে সংবাদ সংস্থাকে জানান সঞ্জয়।

প্রসঙ্গত, ভারতের ৫০ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় নাসিকে।

তিনি আরও জানান, ওই ১০৬৪ টাকা পাঠাতে তার বাড়তি খরচ হয় ৫০ টাকা।

সঞ্জয় শাঠে বলেন,  তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। তিনি এমন কাজ করেন কৃষকদের প্রতি সরকারের ঔদাসীন্য দেখে।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর নিফাদের পোস্ট অফিস থেকে ওই টাকা মানি অর্ডার করেন সঞ্জয় শাঠে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.