Sylhet View 24 PRINT

২৪ ফেব্রুয়ারি থাইল্যান্ডে নির্বাচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ১৬:০৬:৫৫

সিলেটভিউ ডেস্ক :: আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। দেশটির সামরিক জান্তা রাজনৈতিক তৎপরতা চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে জনগণ ও রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে।’

এই নির্বাচনের মাধ্যমে দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গণতন্ত্র ফিরে আসবে বলে আশা করছেন অনেকে।

২০১৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা গ্রহণ করে সামরিক বাহিনী। শৃঙ্খলা ফিরিয়ে আনার অজুহাতে এরপরই রাজনৈতিক তৎপরতার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে জান্তা সরকার। গত সেপ্টেম্বর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে শুরু করেছে সরকার।



সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.