Sylhet View 24 PRINT

জাকির নায়েকের ব্যাপারে আরও তথ্য-প্রমাণ চায় মালয়েশিয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৪ ০১:২১:৫৩

মালয়েশিয়ায় অবস্থানরত ভারতীয় ধর্মপ্রচারক জাকির নায়েককে ফিরিয়ে দিতে ভারতের কাছে আরও তথ্য ও প্রমাণ চেয়েছে দেশটি। সম্প্রতি রাইসিনা ডায়ালগের জন্য নয়াদিল্লি সফর করা মালয়েশিয়ার সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একথা জানান। খবর মালয়েশিয়াকিনি'র।

গত বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে টিভির সঙ্গে একান্ত আলাপকালে জাকির নায়েককে ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটির সঙ্গে আমরা একমত না। তাই তাকে ফিরে পেতে ভারতকে তার বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ দেখাতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে পদক্ষেপ নেব। তাই আমরা মামলাটি সব দৃষ্টিকোণ থেকেই সূক্ষ্মভাবে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করবো।

২০১৬ সালে ঢাকার গুলশানে হামলাকারী জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের প্রচারে প্রভাবিত হয় বলে অভিযোগ ওঠে। তখন তিনি এই অভিযোগ নাকচ করে বলেন, আমি শান্তির দূত, কখনও সন্ত্রাসবাদে উৎসাহ দিইনি। এরপর থেকেই বিদেশে আছেন এই ভারতীয় ধর্মপ্রচারক। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।
 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.