আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মধুচন্দ্রিমায় গিয়ে ডুবে মারা গেছেন নবদম্পতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৫ ১৩:০৬:০৬

মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ফিলিপিনসের এক নবদম্পতি। রোববার দ্বীপরাষ্ট্রটির কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমের খবরে দেখা গেছে, ২৯ বছর বয়সী কনে এরিকা জয়সি ও তার চেয়ে এক বছর বড় বর লিওমার ল্যাগারডিলা মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ম্যানিলা থেকে ১০২ কিলোমিটার দূরে লাঙ্গুয়ায় তাদের বাড়ি।

স্কুলে পড়ার সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার ফিলিপিনসের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডিফুশি দ্বীপের একটি রিসোর্টে তারা অতিথি হয়ে উঠেছিলেন। ডুবে যাওয়ার আগে তার সাহায্য চেয়েছিলেন। কিন্তু রিসোর্ট কর্মকর্তারা দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

গত ১৮ ডিসেম্বর এ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৯ জানুয়ারি তারা মধুচন্দ্রিমার উদ্দেশে ম্যানিলা ত্যাগ করেন।

ফিলিপিনসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় ম্যানিলার দূতাবাস মালদ্বীপে তৎপরতা চালাতে পারে জানিয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে নিতে মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে তাদের কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

সৌজন্যেঃ যুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন