Sylhet View 24 PRINT

রোগীর সঙ্গে সেলফি তুলে উপস্থিতির প্রমাণ দিতে হবে চিকিৎসকদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৮ ০০:২১:০৭

সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতি ভারতে একটি বড় সমস্যা। উত্তরপ্রদেশে বিভিন্ন বিভাগে এই সমস্যা আরও জোরদার। তাই চিকিৎসকদের অনুপস্থিতির হার কমাতে অভিনব পন্থা অবলম্বন করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

সম্প্রতি সে রাজ্যের বিভিন্ন হেলথ সেন্টারগুলোর চিকিৎসকদের নতুন নির্দেশ দিয়েছে ভারতীয় স্বাস্থ্য দফতর। সেই নির্দেশে অনুসারে, হাজিরার প্রমাণ দিতে রোগীর সঙ্গে সেলফি তুলে পাঠাতে হবে। কর্মদিবসের কোনও একদিন সেলফি না পাঠালে, সে দিনের বেতন কাটা যাবে। পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।

১৫টি কমিউনিটি হেলথ সেন্টার ও ৪৩টি পাবলিক হেলথ সেন্টারের চিকিৎসকদের প্রাথমিকভাবে এই নির্দেশ পাঠানো হয়েছে। সে রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি চিকিৎসকদের উপস্থিতির হার বাড়াতেই এই পদক্ষেপ।
বেশ কিছুদিন ধরেই সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে অভিযোগ জমা পড়ছিল আগ্রার বিভাগীয় কমিশনার অনিল কুমারের কাছে। এমনকি, চিফ মেডিকেল অফিসার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়েও দেখা পাননি চিকিৎসকদের। এরপর গত ১১ জানুয়ারি বিভাগীয় অফিসার স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদের জন্য এই নির্দেশ বলবৎ করার আদেশ দেন।

হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে উপস্থিতির প্রমাণ দেওয়ার পাশাপাশি সকাল ১০টার মধ্যে হেলথ সেন্টার উপস্থিত থাকতে হবে চিকিৎসকদের। প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত ডিউটি করতে হবে তাদের। বিশেষ পরিস্থিতিতে সন্ধ্যা অবধি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সূত্র : আনন্দবাজার

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.