আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রাস্তায় কর্মীদের হামাগুড়ি দিতে বাধ্য করল কম্পানি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৮ ১১:৫০:৪৯

টার্গেট ছুঁতে না পারায় স্কুলের নিল ডাউনের মতো শাস্তি হিসেবে ভিড়েঠাসা রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করা হলো কর্মীদেরকে। এর আগে কোনও অফিস কর্মীকে এমন শাস্তি পেতে হয়েছে বলে শোনেননি নিশ্চয়। কিন্তু বাস্তবেই রাস্তায় হামাগুড়ি দেওয়ার শাস্তি পেতে হয়েছে একটি চীনা কম্পানির কর্মীদের। তাদের অপরাধ, বছর শেষে কম্পানির দেওয়া টার্গেটে পৌঁছাতে পারেননি। পরে সেই শাস্তির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিওটিতে দেখা যায়, প্রত্যেকেই মহিলা কর্মী। প্রকাশ্যে রাস্তায় হামাগুড়ি দিয়ে চলেছেন কর্মীরা। আর তাদের সামনে পতাকা হাতে চলেছেন কম্পানির সুপারভাইজার। পরে পুলিশের মধ্যস্থতার ওই শাস্তি থেকে রেহাই পান কর্মীরা।

সংবাদমধ্যমের খবর অনুযায়ী, ওই কোম্পানিটিকে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

যদিও চীনের আইন অনুযায়ী, কোনও সংস্থাই তাদের কর্মীদের এই ধরনের শাস্তি দিতে পারে না। এক্ষেত্রে ওই সংস্থাকে ক্ষতিপূরণও দিতে হতে পারে।

এদিকে ওই ভিডিও দেখে কেউ কেউ সেশ্যাল মিডিয়ায় কর্মীদেরই দোষারোপ করেছেন। কেন তারা ওই শাস্তি মাথা পেতে নিলেন? কেউ কেউ প্রশ্ন তুলেছেন টাকার জন্য এভাবে মাথা বিকিয়ে কীভাবে দেওয়া য়ায়?
সূত্র: জি নিউজ

শেয়ার করুন

আপনার মতামত দিন