Sylhet View 24 PRINT

১৮০ কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে আরব আমিরাত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-১৯ ১৪:১৬:৪০

সৌদি জোটের প্রধান সহযোগী সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে ১৮০ কোটি ডলারের সমরাস্ত্র কিনেছে।

সোমবার আবুধাবি সামরিক প্রদর্শনীর দ্বিতীয় দিনে এই সমরাস্ত্র কেনার অর্ডার দেয় সংযুক্ত আরব আমিরাত। খবর দ্য নেশন।

পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী আগামী বৃহস্পতিবার শেষ হবে। প্রদর্শনীর মুখপাত্র জেনারেল মোহাম্মদ আল-হাসানি জানিয়েছেন, মার্কিন সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘রেথিয়ন’র কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ১৮০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে আবুধাবি।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী অস্ট্রেলিয়ার একটি সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে অস্ত্র কেনার জন্য আরও ১০০ কোটি ডলারেরও বেশি মূল্যের চুক্তি করেছে।

পাঁচ দিনের সমরাস্ত্র প্রদর্শনী থেকে সংযুক্ত আরব আমিরাত ৫০০ কোটি ডলারেরও বেশি মূল্যের সমরাস্ত্র কিনতে যাচ্ছে। এসব সমরাস্ত্র ইয়েমেনের নিরপরাধ মানুষের ওপর হামলার কাজে ব্যবহৃত হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে।
দেশটির পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে এ আগ্রাসন চালায় রিয়াদ ও আবুধাবি।
সৌজন্যেঃযুগান্তর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.