Sylhet View 24 PRINT

আল-আকসার নিকটবর্তী হচ্ছে ইসরায়েলি সেনা, কাতারের তীব্র নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২২ ০১:০৯:২৯

জেরুসালেমে পবিত্র আল-আকসা মসজিদের নিকটবর্তী হচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের এ কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানায় কাতার। গত বুধবার তারা এ প্রতিবাদে অন্য মুসলিম দেশগুলোকে শামিল হতে আহ্বান জানায়।

বুধবার সকালের দিকে আল-আকসার পূর্ব দিকে আল রাহমা গেটের কাছে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়। এর ফলে আল আকসার মুসল্লিদের মধ্যে উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে ইসরেয়েলি পলিসির বিরুদ্ধে আওয়াজত তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতিও আহ্বান জানানো হয়।

গত সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র ওই মসজিদটির আল রাহমা গেটটি বন্ধ করে দেয়। এর ফলে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে বেশ কিছু ফিলিস্তিনি মসজিদ কমপ্লেক্সে আটকা পড়ে যায়। পরের দিন ইসরায়েল কর্তৃপক্ষ গেটটি সাময়িক সময়ের জন্য খুলে দেয়।


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.