Sylhet View 24 PRINT

ভারতে বড় রকমের বিনিয়োগে ইচ্ছুক সৌদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২২ ১৭:৫১:৩৭

পাকিস্তানকে কি কি দিলেন সৌদি যুবরাজ সে হিসেব এখনও কষছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্প্রতি পাক সফর শেষে ভারত সফর করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

গত ১৭ ফেব্রুয়ারি (রোববার) সৌদি আরব ও পাকিস্তান দুই হাজার কোটি ডলারের সমমূল্যের বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি সই করে।
আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যহীনতায় ভুগছে পাকিস্তান। আশা করা হচ্ছে, এসব চুক্তি টলোমলো অর্থনৈতিক অবস্থা থেকে পাকিস্তানকে কিছুটা হলেও নিষ্কৃতি দেবে।এবার ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন সৌদি যুবরাজ।বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা জানান যুবরাজ।

দিল্লির সঙ্গে প্রযুক্তি ও অন্যান্য খাতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি সরকার।

যুবরাজ বিন সালমান বলেন, ‘আমরা আশা করছি ভারতের বিভিন্ন খাতে সৌদির সঙ্গে যে বিনিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে করে আগামী দুই বছরের মধ্যে তা ১০ হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে।’

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই ঘোষণা অপ্রত্যাশিত নয় বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

তারা বলছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার দেশ ভারতে প্রতিনিয়ত তেল ও গ্যাসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

এ চাহিদার হার এখন বিশ্বের প্রথম। ভারতের এতোবড় বাজারকে সৌদি অবশ্যই হাতছাড়া করবেন না বলে মত দেন তারা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে সৌদি আরব ও ভারতের পর্যটন, আবাসন, পরিকাঠামো খাতে বিনিয়োগের চুক্তি হয়েছে।ভারতে এসব খাতে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম তেল-গ্যাস সংস্থা সৌদি অ্যারামকো।
সৌদি পেট্রোকেম সংস্থা স্যাবিকও ভারতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
সৌজন্যেঃযুগান্তর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.