Sylhet View 24 PRINT

ভারতে হামলার ব্যাপারে পাকিস্তানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২১ ১৩:১৩:১০

ভারত–পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে আর কোনো সামরিক তৎপরতা না চালানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ভারতে যদি আবারও কোনো সন্ত্রাসী হামলা হয়, তবে পাকিস্তান কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা বুধবার জানিয়েছেন, পাকিস্তান নিজেদের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন, প্রধানত ‘জইশ-ই-মুহম্মদের’ ও লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে প্রয়োজনীয় এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে- এটা আমরা দেখা চাই। পুনরায় এ অঞ্চলে আমরা উত্তেজনা শুনতে চাই না।

এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে যথেষ্ট সংযম দেখাতে উৎসাহ দিয়েছেন এবং যেকোনো উপায়ে উত্তেজনা এড়ানোর কথা বলেছেন। এছাড়া দুই পক্ষকে আর কোনো সামরিক কার্যকলাপ এড়াতে সরাসরি আলোচনার কথা বলেছেন।
সিলেটভিউ ২৪ডটকম/২১ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.