Sylhet View 24 PRINT

হেলিকপ্টারকে ধাক্কা দিল বিমান, নিহত ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৪ ১৮:১৯:১০

ছবি: সংগৃহিত।

সিলেটভিউ ডেস্ক :: দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারকে ডমেস্টিক ফ্লাইটের একটি বিমান ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন। আহত হয়েছেন আরো দুজন।

নেপালের লুকলা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে আজ রবিবার সকালে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সামিট এয়ারের ৯এন-এএমএইচ মডেলের বিমানটি উড্ডয়নের ঠিক আগমুহুর্তে পিছলে যায়। এসময় প্রায় ৩০-৫০ মিটার দূরে পার্কিংয়ে তাকা মানাং এয়ার ও শ্রী এয়ারের দুটি হেলিকপ্টারে গিয়ে আঘাত করে বিমানটি।

এতে ঘটনাস্থলেই বিমানটির কো-পাইলট এস ধুঙ্গানা ও হেলিপ্যাডে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক রাম বাহাদুর খাড়কা নিহত হন।

এসময় আহত আরেক সহকারী উপ-পরিদর্শক রুদ্র বাহাদুর শ্রেষ্ঠকে বিমানে করে কাঠমান্ডু নিয়ে আসা হয়। তবে হাসপাতালে তিনি মারা যান।

এমন তথ্যই জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি।

দুর্ঘটনায় আহত বিমানচালক আরবি রোকায়া এবং মানাং এয়ারের হেলিকপ্টারটির চালক ক্যাপ্টেন শেঠ গুরুংকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এভারেস্টের সবচেয়ে কাছাকাছি অবস্থিত লুকলা বিমানবন্দরটি। এটি তেনজিং-হিলারি বিমানবন্দর নামেও পরিচিত। বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিত এটি।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.