Sylhet View 24 PRINT

‘প্রথম দফার নির্বাচনে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত পেয়েছে বিজেপি’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৭ ১৮:২৩:১৭

সিলেটভিউ ডেস্ক :: ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে গত ১২ এপ্রিল। প্রথম দফার ভোটে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পরাজয়ের ইঙ্গিত দিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেহবুবা মুফতি বলেন, ‘নরেন্দ্র মোদির সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি জাতিগত সংঘাতকে উসকে দিয়ে বিভাজন তৈরির চেষ্টা করছেন। এছাড়া বালাকোট হামলা নিয়ে নাটক করেছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘এখন তারা (বিজেপি) প্রথম দফার নির্বাচনে পরাজয়ের মুখোমুখি। তিনি (মোদি) জনগণের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করেছেন। আর এটার মাধ্যমে বোঝা যাচ্ছে তারা পাকিস্তানে আরেকটি হামলার পরিকল্পনা করছে যাতে করে বাকি ছয় দফার নির্বাচনের তারা ভোট পায়।’


কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বিজেপি এই মুহূর্তে যা করছে তার সবকিছুই ভোট পাওয়ার জন্য করছে। তিনি বলেন, ‘পাকিস্তানে হামলা করা কিংবা কাশ্মীরে কঠোর হওয়ার বিষয়টি ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই নয়।’


মুফতি আরও জানান, কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর থেকে যে প্রশ্নগুলো উঠেছে তার মধ্যে অন্যতম হলো কেন এমন সময়ে (নির্বাচনের আগে) হামলা হলো? তিনি বলেন, ‘এই হামলার নেপথ্যের কারণ উদঘাটন ও সত্যটা জানার জন্য একটা পূর্ণাঙ্গ তদন্ত হতে হবে।’

যেসব নেতা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছেন তাদের মানসিক চিকিৎসা করানো দরকার বলে জানান মেহবুবা মুফতি। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিজেপি নেতারা ভয়ের রোগে ভুগছেন। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। যারা এর বিরুদ্ধে কথা বলছেন তাদের মানসিক চিকিৎসা নেয়া উচিত।’


সৌজন্যে : জাগোনিউজ২৪

সিলেটভিউ ২৪ডটকম/১৭ এপ্রিল ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.