Sylhet View 24 PRINT

ফেসবুকে গরুর মাংসের ছবি পোস্ট করায় যুবকের ওপর হামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৩ ১৬:৩৪:১৩

সিলেটভিউ ডেস্ক :: গরুর মাংসের স্যুপ খাওয়ার ঘটনা ফেসবুকে পোস্ট করায় এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (১১ জুলাই) ভারতের তামিলনাড়ু প্রদেশের নাগাপিত্তানাম জেলায় কিল ভেলুর অঞ্চলে এ ঘটনা ঘটে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফাইসান (২৪) ও তাকে নাগাপিত্তানামের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন ফাইসান। যেখানে তিনি গরুর মাংসের স্যুপ খাচ্ছিলেন বলে দেখা যায়। ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, গরুর মাংসের স্যুপ খেতে খুব টেস্ট হয়েছে।

এ ছবি দুটি পোস্টের পরই নানা আপত্তিকর মন্তব্য জমা পড়তে থাকে। পরে একইদিন সন্ধ্যায় একই এলাকার ৪ তরুণ ফাইসানকে আক্রমণ করে। এসময় ফাইসান ঘাড়ে এবং পিঠে গুরুতর চোট পান।

এ বিষয়ে ভুক্তোভোগী ফাইসান টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘আমার পোস্ট করা ছবির নীচে স্থানীয় কয়েকজন খুবই আপত্তিকর মন্তব্য লিখে। তবে কিছুক্ষণের মধ্যে সেসব মন্তব্য সরিয়েও নেয় তারা। সন্ধ্যায় আমি যখন প্রোভাচেরি মারিয়াম্মান মন্দিরের সামনে যাই তখনই দলবেঁধে তারা আমার ওপর হামলা চালায়।’

ফেসবুকে সেসব মন্তব্যকারীরাই এ হামলা চালায় বলে অভিযোগ ফাইসানের।

এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কিল ভেলুর পুলিশ স্টেশন থেকে জানানো হয়েছে।

গ্রেফতার চারজনই হিন্দুত্ববাদী দল ‘হিন্দু মাক্কাল কাটচির’ সদস্য বলে দাবি পুলিশের।

ফাইসানের ওপর হামলা তার দলের সদস্যরাই করেছে স্বীকার করেছে হিন্দু মাক্কাল কাটচির নেতা অর্জুন সাম্পাথ। তিনি বলেন, ‘হামলার শিকার মোহাম্মদ ফাইসানই আগে হিন্দুত্ববাদী দলের এক নেতার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনার জেরেই পরে তার ওপর হামলা চালানো হয়।’

এ বিষয়ে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল বলে জানান তিনি।

তিনি পাল্টা অভিযোগ করে আরও বলেন, ‘পুলিশ যদি আগেই আমাদের সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতো তাহলে এই হামলা হতো না।’


সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১৩ জুলাই ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.