Sylhet View 24 PRINT

৯০ বিঘা জমি দখল করতে ৯ জনকে খুন!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ২০:৩৫:১৩

সিলেটভিউ ডেস্ক :: জমি নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে ন'জনের মৃত্যু হল ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। মৃতদের মধ্যে চারজন মহিলা। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওই জেলার উভা গ্রামে। সেই গ্রামের প্রধান ৩৬ একর জমি কিনেছিলেন দু'বছর। জমিটি ছিল কৃষিজমি। বুধবার তিনি এবং তাঁর সঙ্গীরা সেখানে যান জমিটি দখল করতে। এরপর গ্রামবাসীরা তাঁদের বাধা দিলে গ্রামপ্রধানের লোকেরা তাঁদের উপরে গুলি চালান।

এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, ‘‘উভা গ্রামের নির্জন এলাকা ঘোরাওয়ালে এই ঘটনাটি ঘটেছে। গ্রাম প্রধানের লোকরা গুলি চালায়। যার ফলে গুলিবিদ্ধ হয়ে ন'জন গ্রামবাসী নিহত হন। এঁদের মধ্যে চারজন মহিলা। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।''


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পেরেছেন। তিনি নিহতদের পরিবারের উদ্দেশে সহমর্মিতা জানান। জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আহতদের দ্রুত চিকিৎসা শুরু করতে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে।


সৌজন্যে : ইত্তেফাক

সিলেটভিউ ২৪ডটকম/১৭ জুলাই ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.