Sylhet View 24 PRINT

নাগরিক তালিকায় নাম নেই বরের, বিয়ে বাতিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২০ ১৭:৫৯:১৮

সিলেটভিউ ডেস্ক :: ভারতের জাতীয় নাগরিক পঞ্জিকায় (এনআরসি) নাম না থাকায় আসামের শিলচরের এক বাসন্দিার বিয়ে বাতিল হয়েছে। জাতীয় নারগিকপঞ্জিতে বরের নাম না থাকায় বিয়ে বন্ধ করে দিয়েছে কনের পরিবার। তবে এতে না দমে বাড়ি থেকে পালিয়ে গেছেন হবু বর-কনে।

শিলচরের নয়াগ্রামের বাসিন্দা দিলওয়ার হুসেন লসকরের সঙ্গে রুবিনার বিয়ে ঠিক হয়েছিল। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। নিজেদের পরিবারের কাছে পরস্পরকে বিয়ে করার অনুমতি চাইলে দুই পরিবারই সম্মতি দেয়।

দেশটির একটি দৈনিক বলছে, সেই অনুযায়ী বিয়ের আয়োজনও প্রায় শেষ; আর কয়েকদিন পরই বিয়ের কথা ছিল। কিন্তু হঠাত্ বরের বাবা কুতুব উদ্দিন বারো ভুঁইয়ার মাথায় প্রশ্ন জাগে যে দিলওয়ারের নাম এনআরসি তালিকায় আছে কিনা।

তখন দিলওয়ার জানান, নাগরিকপঞ্জির পরীক্ষায় বর পাশ করতে পারেনি। যদিও চূড়ান্ত এনআরসি তালিকা ৩১ আগস্ট বেরোবে, কিন্তু তার আগেই বিয়ে বাতিল করে দেন কুতুব। তার মেয়ের বিয়ে ভারতের নাগরিক নয়, এমন কারও সঙ্গে তিনি দেবেন না বলে জানান। এরপরই দিলওয়ার ও রুবিনা বাড়ি থেকে পালিয়ে যান। দিলওয়ারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কুতুব।


সৌজন্যে : জাগোনিউজ২৪

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.