Sylhet View 24 PRINT

বিয়ের মণ্ডপে কনস্টেবল ফিরিয়ে দিলেন ১১ লক্ষ টাকা পণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৪ ২১:৩৮:১৯

সিলেটভিউ ডেস্ক :: রাজস্থানের জয়পুরের অম্বা বাড়ি এলাকায় শনিবার বিয়ে করতে আসা বিএসএফ কনস্টেবল জিতেন্দ্র সিংহ ১১ লক্ষ টাকার পণ ফিরিয়ে দিয়েছেন। তিনি হবু শ্বশুরকে জানিয়ে দেন বিয়েতে পণ নেবেন না। বদলে তিনি নিয়েছেন একটি নারকেল ও ১১ টাকা।

বরের এই মানসিকতায় মুগ্ধ কনের বাড়ির লোকজন। কনের বাবা গোবিন্দ সিংহ শেখওয়াত জানিয়েছেন, ‘ক্যাশ নিতে অস্বীকার করায় চমকে গিয়েছিলাম আমি। ভেবেছিলাম আতিথেয়তায় কোনও ত্রুটি রয়ে গেল কি না। কিন্তু পরে বুঝলাম জিতেন্দ্র ও তার পরিবার পণের টাকা নেয়ার প্রবল বিরোধী।’ খবর আনন্দবাজারের।

বিয়ের মণ্ডপে পণ নিতে অস্বীকার করা জিতেন্দ্র বলেছেন, ‘আমার বউ এলএলবি ও এলএলএম পাশ করে পিএইচডি করছে। আমার পরিবারের জন্য সে যথেষ্ট ভাল। তাই যখন তাকে বিয়ের কথা ঠিক হল সে দিনই আমি ও আমার পরিবার পণ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। চঞ্চল এখন রাজস্থান জুডিসিয়াল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছে। সে যদি ম্যাজিস্ট্রেট হয়, টাকার থেকে সেটা আমার পরিবারের কাছে আরও সম্মানের।’

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.