Sylhet View 24 PRINT

ভারতের সংসদে কাশ্মীর নিয়ে স্লোগান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৮ ২২:২৭:০৩

সিলেটভিউ ডেস্ক :: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর ১০০ দিনের বেশি অতিক্রান্ত হলেও এখনও গৃহবন্দি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ ফারুক আবদুল্লাহ।

সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাট্টা হন বিরোধীরা। সকালে অধিবেশনের শুরুতেই ফারুকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘জনাব, ফারুক আবদুল্লাহ আসেননি। সরকারকে নির্দেশ দিন, তাকে মুক্তি দিতে, নইলে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনই এ বিষয়ে বিবৃতি দিতে বলুন।’

এ সময় স্পিকার ওম বিড়লা, ‘নতুন সদস্যরা আগে শপথ নিন, তারপর দেখা যাবে’ বলে তাকে নিরস্ত করার চেষ্টা করলে একজোটে স্লোগান শুরু করে বিরোধীরা। হিন্দিতে ‘বিরোধীদের ওপর হামলা বন্ধ হোক, ফারুক আবদুল্লাহকে রেহাই দেয়া হোক’ স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস, এনসি এবং ডিএমকে সাংসদরা।

ওম বিড়লা বলেন, ‘সব কিছু নিয়ে আলোচনায় প্রস্তুত আমি। আগে নিজেদের আসনে ফিরে আসুন। সংসদ স্লোগান দেয়ার জায়গা নয়।’

কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেস দলীয় সংসদ সদস্য অধীর চৌধুরী বলেন, ‘কেন বিরোধী নেতাদের কাশ্মীরে যেতে বাধা দেয়া হচ্ছে? কাশ্মীরের রাজনৈতিক নেতারা নজরবন্দি। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই।

এসময় দফায় দফায় বিরোধীরা কাশ্মীরের পরিস্থিতি নিয়ে স্লোগান দিতে থাকেন।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.