Sylhet View 24 PRINT

অবিশ্বাস্য, হাত ছাড়াই বিমান চালান যে নারী পাইলট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৮ ১২:২০:৩৬

সিলেটভিউ ডেস্ক :: নাম তার জেসিকা কক্স। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের আরিজোনার সিয়েরা ভিস্তা শহরে জন্ম। জন্ম থেকেই দুটি হাত নেই তার।

আরিজোনা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জেসিকা।বিরল জন্মগত ত্রুটির কারণে দুটি হাত ছাড়া জন্ম হয় জেসিকার। কিন্তু দমে থাকার পাত্র নন তিনি। ২০০৫ সালে স্নাতক শেষে বিমান চালানোর প্রশিক্ষণ নেন অদম জেসিকা। শুরুতেই অনেক সমস্যার সম্মুখীন হলেও ধীরে ধীরে সবকিছু আয়ত্তে নেন তিনি।

আর এক সময় বিশ্বের প্রথম হাতবিহীন নারী পাইলট হিসেবে লাইসেন্সও পান জেসিকা।

শুধু তা-ই নয়, বিমান চালানোর দক্ষতা অর্জনের আগে তায়কোয়ান্দো প্রশিক্ষণও নিয়েছেন জেসিকা। তিনি তায়কোয়ান্দোতে ব্লাক বেল্টধারী।

সৌজন্যে ::টুকো,বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৮ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.