Sylhet View 24 PRINT

চীনে রহস্যজনক ভাইরাস : আক্রান্ত ২ হাজার, নিহত ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৮ ১২:৩৮:৫৯

সিলেটভিউ ডেস্ক :: সারস (এসএআরএস)-ধরনের এক রহস্যজনক ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা প্রায় দুই হাজার হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। ইতিমধ্যে এর সংক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা ও বিবিসি'র।

এর আগে ২০০২-২০০৩ সালের দিকে চীন থেকে সিভিয়ার অ্যাকিউট রেসপাইরটি সিনড্রোম (সারস) নামের প্রাণঘাতী এক ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এতে প্রাণ হারায় ৭০০’র বেশি মানুষ। তাই নতুন এই নিউমোনিয়া নিয়েও বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।  সিঙ্গাপুর ও হংকংয়ে চীন থেকে যাওয়া ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শুক্রবার থেকে তারাও চীনের মূল ভূখণ্ড থেকে যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করবে।  তবে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এইবারের নিউমোনিয়াটি সারস বা বার্ড ফ্লু নয়। 

এদিকে, শনিবার চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রহস্যময় ভাইরাসটিতে আরো চার জন নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলের স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছে উহান মিউনিসিপ্যাল হেলথ কমিশন। এর আগে চীনা কর্তৃপক্ষ জানিয়েছিল, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা অন্তত ৪১। মূলত হুবেই প্রদেশের উহান শহরেই মহামারী আকার ধারণ করেছে এর বিস্তার। গত সপ্তাহে জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও চীনা ভাইরাসটির সংক্রমণ ধরতে পেরেছে। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পারতে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

অপরদিকে, শুক্রবার লন্ডনের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকসিয়াস ডিজিজ এনালাইসিস অ্যাট ইমপেরিয়াল কলেজের গবেষকরা ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা নিয়ে নতুন তথ্য দেন। বলেন, উহানে আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংশ্লিষ্ট কেন্দ্রটি জানায়, ১২ই জানুয়ারি পর্যন্ত উহানে রহস্যজনক ভাইরাসটিতে আক্রান্তের আনুমানিক সংখ্যা ১ হাজার ৭২৩ জন।

সৌজন্যে : মানবজমিন

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২০/আরএইচডি/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.