Sylhet View 24 PRINT

১২৯ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রে ছিটকে গেল বিমান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৮ ১৩:৩২:৪৫

সিলেটভিউ ডেস্ক :: স্থানীয় সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পরই বিমানবন্দরের বাসে করে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বিমানবন্দরটির কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রাতে তুষারপাতের কারণে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে পিচ্ছিল হয়ে যায়। সকালে উড্ডয়নের ঠিক আগে টেক্সিওয়ে থেকে ছিটকে যায় ডেল্টা এয়ারলাইনসের বিমান এ৩১৯।

বিমানবন্দরের মুখপাত্র জো ম্যাকব্রাইড বলেন, ১২৯ আরোহী নিয়ে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১১১৪ কানসাস থেকে মিশিগানের ডেট্রয়েট শহরের উদ্দেশে যাত্রা করতে যাচ্ছিল।

যাত্রীদের পুনরায় টার্মিনাল বি-তে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনার পর পর এক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইনস কর্তৃপক্ষ। বিবৃতিতে এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে– সময়ক্ষেপণ এবং যাত্রীদের অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমরা এ বিষয়ে কাজ করছি। দ্রুতই গন্তব্যের উদ্দেশে আমরা রওনা হব।

সৌজন্যে : সিএনএন, যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২০/মিআচৌ


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.