Sylhet View 24 PRINT

প্রেমিকার উপহারের টাকা জোগাড় করতে গাঁজা পাচার, অতঃপর...

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২০ ১৯:২৬:২০

সিলেটভিউ ডেস্ক :: প্রেমের টানে মানুষ কত কিছুই না করে। অনেকেই নানা অস্বাভাবিক কাণ্ডও ঘটিয়ে বসেন। এমনকি হাজতবাসও করেন। এমনই ঘটনার নজির ভারতের উত্তরবঙ্গে।

জানা গেছে, প্রেমিকার শখপূরণ করতে গিয়ে গাঁজা পাচারের কারবারে জড়িয়ে পড়ল কলেজ পড়ুয়া শিক্ষার্থী। পরিণামে ঠিকানা হল শ্রীঘর। ওই যুবককে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার কর্মকর্তারা গ্রেফতার করে। তাকে জেরা করে সিনেমার চিত্রনাট্যের মতো তথ্য পেয়ে অবাক পুলিশ।

ধৃত রাজু রায় নামে ওই যুবক কোচবিহার সদর এলাকার বাসিন্দা। মাথাভাঙা কলেজের প্রথম বর্ষের ছাত্র। কলেজ হোস্টেলে থেকেই পড়াশোনা করে রাজু। মঙ্গলবার রাতে তাকে জংশন এলাকা থেকে গাঁজা-সহ গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার হয় ১৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা। কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে ওই গাঁজা বিহারে পাচারের কথা ছিল। বিনিময়ে ১০ হাজার টাকা পেত কলেজ পড়ুয়া। কিন্তু পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (জোন ১) বিদিতরাজ ভুনদেশ বলেন, “গাঁজা পাচারের ক্যারিয়ার হিসেবে ওই যুবককে ব্যবহার করা হচ্ছিল। পরিস্থিতির সুযোগ নিয়ে পাচারকারীরা ওকে ব্যবহার করেছে।”

ধৃত ওই কলেজ ছাত্রের বাবা কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। তিনি একটি হোটেলে রান্নার কাজ করেন। পুলিশ জানতে পারে, কলেজে ভর্তির পর এক তরুণীর প্রেমে পড়ে রাজু। রেঁস্তরায় খাওয়াদাওয়া, ঘোরাফেরা এবং দামি উপহারের খরচ মেটাতে গিয়ে হিমশিম কলেজ পড়ুয়া। কিছুতেই প্রেমিকার চাহিদাপূরণ করতে পারছিল না সে। তা নিয়ে তরুণীর সঙ্গে কলহও হয়েছে বিস্তর। শেষে রাজুর বন্ধুরা দীপক নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় তাকে। টাকা উপার্জনের জন্য গাঁজা ব্যাগে ভরে বিহারে পাচারের বুদ্ধি দেন দীপক। সেই ফাঁদে পা দিয়ে বিপাকে পড়ে রাজু। একটি সুটকেসে ভরে মঙ্গলবার সকালে গাঁজা নিয়ে রওনা দেয় সে। কিন্তু জানত না শিলিগুড়িতে তার জন্যই অপেক্ষায় রয়েছে পুলিশ। শিলিগুড়িতে পা রাখামাত্রই পুলিশ তাকে গ্রেফতার করে। রাজুর বয়ানের ভিত্তিতে দীপকের খোঁজখবর শুরু করেছেন তদন্তকারীরা।

‌সৌজন্যে : সংবাদ প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.