Sylhet View 24 PRINT

করোনায় মৃত্যু ভাইরাস গবেষকের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৩:৪৩:২১

সিলেটভিউ ডেস্ক :: চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাস ইতোমধ্যে ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভাইরাস বিশেষজ্ঞ গীতা রামজি। ভারতীয় বংশোদ্ভূত  ।এই ভাইরাস গবেষেকের মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকায়। কিছুদিন আগে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরেন তিনি। কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায় তার শরীরে।
দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের এইচআইভি প্রিভেনশন রিসার্চের বিভাগীয় কর্মকর্তা  ছিলেন ৬৪ বছর বয়সী গীতা রামজি।

সংস্থাটির সিইও গ্লেনডা গ্রে জানিয়েছেন, প্রফেসর রামজির মৃত্য়ুতে তারা শোকাহত। কোভিড-১৯ উপর্সগ নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য, ২০০৮ সালে এইচআইভি নিয়ে গবেষণায় নতুন দিশা দেখান গীতা রামজি। এই কৃতিত্বের জন্য লিসবনের প্রথম নারী এইচআইভি গবেষক হিসেবে তাকে সম্মাননা দেয় ইউরোপিয়ান ডেভালপমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালস পার্টনারশিপ (ইডিসিটিপি)।

দক্ষিণ আফ্রিকায় নারীদের এইডস সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। তার কথায়, 'এইচআইভির মতো মহামরাী থেকে বাঁচতে বিশ্বকে প্রত্যয়ের সঙ্গে লড়তে হবে।' এইচআইভি গবেষণায় ল্যান্ডমার্ক তৈরি করেছিলেন গীতা। কিন্তু তার লড়াই থামিয়ে দিল করোনাভাইরাস। 

করোনাভাইরাসে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত ১৩৫০ জন।

এদিকে, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সরকার ঘোষণা করে, ১০ হাজারের এক দল তৈরি করা হচ্ছে। যারা বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করবে। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

 এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৫৯,৯২৯ জন এবং মারা গেছে ৪২,৩৪০ জন।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.