Sylhet View 24 PRINT

করোনায় যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা ইব্রাহিমের মৃত্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৬:২১:২৪

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী যুবলীগের সাবেক নেতা ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান মারা গেছেন । সোমবার নিউইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পরিবারসহ ব্রুকলিনে বসবাস করছিলেন।

১৯৭২ সালের ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রথম সাত সদস্যের আহবায়ক কমিটির ইব্রাহিম খান ছিলেন অন্যতম। ওই কমিটির আহ্বায়ক ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি।

১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে শেখ মনি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোটেক সৈয়দ আহমেদ।

ইঞ্জিনিয়ার ইব্রাহিম খানের স্ত্রীর বড় ভাই চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও পাঠানটুলি বিএনপির সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান জানিয়েছেন সকালেই তারা মৃত্যুর খবরটি পেয়েছেন।

সৌজন্যে : পূর্বপশ্চিম

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.