Sylhet View 24 PRINT

লকডাউন না মানলে গুলির নির্দেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ১২:৩৪:২৩

সিলেটভিউ ডেস্ক :: কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় কঠোর অবস্থান গ্রহণ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি লকডাউনের সময় আইন ভঙ্গকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, বিঘ্ন সৃষ্টি করলে এবং মেডিকেল কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাদের গুলিও করা হতে পারে। এমন গুরুতর অপরাধ সহ্য করবেন না তিনি।

টেলিভিশনে দেওয়া ভাষণে দুতার্তে বলেন, এসময় সবার সহযোগিতা খুবই প্রয়োজন এবং সবাইকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। সংক্রমণের পরিমাণ কমিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ।

জনগণের উদ্দেশ্যে দুতার্তে আরও বলেন, করোনাভাইরাসের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এই সমস্যা কতটা জটিল আমি আপনাদের আবারও বলছি এবং আপনাদের তা অবশ্যই শুনতে হবে। পুলিশ এবং সেনাবাহিনীকে আমার নির্দেশ... যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে এবং ঝামেলা তৈরি করে তা প্রতিহত করুন। আপনাদের জীবন বিপন্ন হচ্ছে, বিঘ্নকারীদের গুলি করে হত্যা করুন। আমার নির্দেশ কী বুঝতে পেরেছেন? হত্যা। বিঘ্ন সৃষ্টির পরিবর্তে আমি তাদের কবর দিয়ে দিব।

প্রসঙ্গত ফিলিপাইনে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২ হাজার ৩১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৬ জন।

সৌজন্যে :  চ্যানেল নিউজ এশিয়া, বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২ এপ্রিল ২০২০/মিআচৌ


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.