Sylhet View 24 PRINT

করোনায় ভারতকে সাহায্য করতে এগিয়ে এলো টিকটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ০১:৪০:৪২

সিলেটভিউ ডেস্ক :: ভারতে একের পর এক ব্যক্তি বা সংস্থা দেশের এই সঙ্কটের সময় প্রশাসন বা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যে যেমন পারছেন, করোনা যুদ্ধে সাহায্য করছেন। এবার সেই তালিকায় যোগ হল চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। টিকটকের তরফে প্রায় ১০০ কোটি টাকার অর্থ সাহায্যের আশ্বাস মিলেছে।

টিকটকের তরফে ঘোষণা করা হয়েছে, ভারত সরকারে হাতে চার লাখ বিশেষ সুরক্ষা পোশাক বা স্যুট ও দু’ লাখ মুখোশ তুলে দেওয়া হবে। এগুলি চিকিৎসক, চিকিৎসা কর্মী, যারা সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন তাদের জন্য দেওয়া হবে বলে জানিয়েছে টিকটক।

টিকটকের মূল সংস্থা ‘বাইট ড্যান্স’। ২০১২ সালে তৈরি হয় এই ভিডিও শেয়ারিং সোশ্যাল প্ল্যাটফর্ম। চীনের বাইরে ২০১৭ সালে প্রকাশ পায় অ্যাপটি। টিকটকের মোট ইউজারের একটা বড় অংশ ভারতীয়। বিশ্বজুড়ে প্রায় ৮০ কোটি ইউজার টিকটক ব্যবহার করেন, তার মধ্যে শুধু ভারত থেকেই ১১ কোটি ৯০ লাখ ইউজার রয়েছেন।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৩ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.