Sylhet View 24 PRINT

মৃত্যুপুরী ইতালিতে আরও ৭৬৬ জনের প্রাণহানি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১০:১২:২২

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৬৬ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় সাড়ে ১৪ হাজরের বেশি মানুষ মারা গেলেন; যা বিশ্বে সর্বোচ্চ।

প্রতিনিয়ত ইতালিতে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে করোনায় ৭৬০ জনের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৫৮৫ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১৯ হাজার ৮৮৭ জন।

ইতালিতে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী লোম্বার্ডি অঞ্চল। করোনার বিস্তার ঠেকাতে দুই সপ্তাহের বেশি সময় ধরেই গোটা ইতালি অবরুদ্ধ। গতকাল লকডডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। দেশটির মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না।

ইতালিতে করোনায় মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইতালি শিগগিরই করোনা সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এরপর থেকেই সেখানে এই মহামারির প্রকোপ কিছুটা কমতে শুরু করবে।

এ পর্যন্ত বিশ্বের অন্তত ২০০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এতে আক্রান্ত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ৫৬ হাজারের বেশি মারা গেছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রায় ৩৯ হাজার। তবে সুস্থ হয়েছেন ২ লাখের বেশি রোগী।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.