Sylhet View 24 PRINT

কারোনা সংক্রমণ ঠেকাতে ‘মাস্ক’ পরবেন না ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১৩:০৫:৫৫

সিলেটভিউ ডেস্ক :: কারোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘ফেস মাস্ক’ পরবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের এটি পরতে তিনি পরামর্শ দিয়েছেন।

শনিবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, শুক্রবার গাইডেন্স ছিল ‘স্বেচ্ছাসেবী’। তিনি আমাকে ‘ফেস মাস্ক’ পরতে হবে না বলে জানিয়েছেন। আমি আশাবাদী, আমি এটি করব।

এদিকে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস পরীক্ষা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারও পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৬হাজার ৭৮৬ জন মারা গেছে। এই মৃতের তালিকায় নতুন যোগ হয়েছে ৭১৬ জন। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৬২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৫০৬ জন।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.