Sylhet View 24 PRINT

আমার মাথা কেটে নিন : মমতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৪ ১৫:৩১:৩৬

সিলেটভিউ ডেস্ক :: ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গের পরিকাঠামো ও শস্যের মোট ক্ষতি হয়েছে ১ লাখ কোটি টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য আবশ্যকীয় পরিষেবা শুরু হতে আরও সময় লাগবে।এই পরিস্থিতিতে তৈরি হওয়া জন অসন্তোষ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এ টুকুই বলতে পারি, আমার মাথাটা কেটে নিন।

এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।

তিনি বলেন, ওই বিপর্যয়ের পরে দু'দিন কেটেছে। আমরা দিনরাত কাজ করে চলেছি। দয়া করে ধৈর্য ধরুন। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সব কিছু আবার স্বাভাবিক করতে।'

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

শনিবার কলকাতা ও অন্যান্য জায়গাতে বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করেছেন বহু মানুষ।

তাদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ ফেরাতে ও পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রের সরকার খুব ধীরে এগোচ্ছে।

বারাকপুর-সোদপুর বাইপাসে জনতা পথ অবরোধ করলে সেখানে পুলিশ উপস্থিত হলে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। অবরোধ ছিল কসবা ও গড়িয়াতেও। হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়েও অবরোধ করা হয়।

প্রসঙ্গত, আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে অন্তত ৮৬ জনের মৃত্যুর কথা জানা গেছে। রাজ্যের ছ'টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত কলকাতাও। বহু রাস্তায় এখনও জল জমে রয়েছে। রাস্তার উপরে পড়ে রয়েছে ঝড়ে ভেঙে পড়া গাছের সারি। নেই বিদ্যুৎ। মানুষের জীবন ওষ্ঠাগত।

সূ্ত্র : এনডিটিভি

সিলেটভিউ২৪ডটকম/২৪ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.