Sylhet View 24 PRINT

বিশ্বে করোনামুক্ত ২৩ লাখ মানুষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৬ ২০:১৮:৫২

সিলেটভিউ ডেস্ক :: করোনায় স্থবির গোটা বিশ্ব। বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসা। বিশ্বের কম বেশি সবগুলো দেশই তাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ। এই ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষের।

তবে আশার কথা হচ্ছে, করোনা থেকে সেরে উঠেছেন ২৩ লাখের বেশি মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মত্যুর সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫ টা পর‌্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩ লাখ ৪৮ হাজার ২৫৫ জন। আর আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫৬ লাখ ৭ হাজার ৬৯৫ জন। তাদের মধ্যে বর্তমানে ২৮ লাখ ৭১ হাজার ৭৫৫ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ২৫৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৩ লাখ ২৫ হাজার ৭২১ জন সুস্থ হয়ে উঠেছেন।

তবে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে এরই মধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ লাখ ৩১ হাজার ৭২২ জন মানুষ। এবং দিন দিন এর সংখ্যা বাড়ছে।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্য থেকে জানা যায়, করোনায় সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৮৯ হাজার ১৫৭ জন, জার্মানিতে ১ লাখ ৬১ হাজার ১৯৯ জন, ব্রাজিলে ১ লাখ ৫৩ হাজার ৮৩৩ জন , স্পেনে ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন, ইতালিতে ১ লাখ ৪১ হাজার ৯৮১ জন, তুরস্কে ১ লাখ ২০ হাজার ১০৫ জন, রাশিয়ায় ১ লাখ ১৮ হাজার ৭৯৮ জন, ইরানে ১ লাখ ৭ হাজার ৭১৩ জন ও করোনার উৎপত্তিস্থল চীনে ৭৯ হাজার ৩৫২ জন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.