Sylhet View 24 PRINT

করোনা রুখতে মন্দিরে মানুষ বলি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১০:১৮:৪৮

সিলেটভিউ ডেস্ক :: করোনার প্রতিষেধক বের করতে যখন সারাবিশ্বের বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তখনই ভারতের উড়িশ্যায় করোনা থেকে বাঁচতে মন্দিরে নরবলি দিলেন এক পুরোহিত। বুধবার মধ্যরাতে এই গা শিউরে ওঠা ঘটনাটি ঘটে কর্নাটকের নরসিংহপুর থানা এলাকায়। খবর আনন্দবাজার।

জানা যায়, ৭২ বছরের পুরোহিত সংসারী ওঝা স্থানীয় সরোজকুমার প্রধানকে নরবলি দিয়ে সকালে পুলিশের কাছে আত্মসমর্পন করেন। তবে স্থানীয়রা জানান, সরোজের সঙ্গে ওই গ্রামের একটি আমবাগান নিয়ে দীর্ঘ দিনের বিবাদ চলছিল ওই পুরোহিতের। সেই আক্রোশেই এ কাজ করে থাকতে পারেন তিনি।

পুলিশি জেরায় ওই পুরোহিত জানান, স্বপ্নে তাকে ভগবান নির্দেশ দিয়েছিলেন৷ নরবলি দিলেই করোনাভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ ভগবানের নির্দেশেই তিনি নাকি নরবলি দিয়েছেন৷ নরবলির কাজে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বলি দেওয়ার সময় ওই পুরোহিত প্রচণ্ড মদ্যপ ছিলেন৷ রাতে নরবলি দিয়ে সকালে তার হুঁশ ফেরে৷ তারপর আত্মসমর্পণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.