Sylhet View 24 PRINT

দিল্লির মর্গে জায়গা সংকট, কন্টেনারই এখন ভরসা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ১৭:১৩:০৮

সিলেটভিউ ডেস্ক :: মৃতদেহের ভারে উপচে পড়েছে মর্গ। কিন্তু করোনায় মৃত্যুমিছিল থামার লক্ষণ নেই। অতিরিক্ত দেহ সংরক্ষণের জন্য তাই হাসপাতালের বাইরে রেফ্রিজারেটেড কন্টেনারের বন্দোবস্ত করলেন হাসপাতাল কর্তৃপক্ষ! ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের। খবর এই সময়ের।

শনিবার পর্যন্ত দিল্লিতে যে ৩৯৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, তার ১৬২ জনই এই হাসপাতালের। এ দিকে মর্গের যা পরিকাঠামো, তাতে বড়জোর ৪০-৫০টি দেহ সংরক্ষণ করা যেতে পারে। তবে তা বলে প্রকাশ্যে মরদেহ সংরক্ষণের কন্টেনার? হাসপাতালের সুপার মীনাক্ষী ভরদ্বাজের কথায়, ‘কোভিড-১৯ ছাড়াও তো হাসপাতালে ভর্তি অন্য রোগীদেরও তো মৃত্যু হয়।’ একসঙ্গে তাই এমন দু’টি কন্টেনারের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ।

সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.