Sylhet View 24 PRINT

করোনায় মৃত ব্যক্তির চিতায় আগুন দিতেই পাথরবৃষ্টি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ০৯:৪২:০২

সিলেটভিউ ডেস্ক :: করোনায় মৃত বৃদ্ধের মৃতদেহ সত্কার করতে এসে পাথর নিক্ষেপকারীদের হামলার মুখ পড়ল গোটা পরিবার। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে শেষপর্যন্ত আধপোড়া মরদেহ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন মৃতের ছেলেরা।

মঙ্গলবার এই ঘটনা ঘটে ভারতের জম্মুর ডোডায়। সেখানে করোনায় মৃত ৭২ বছরের এক বৃদ্ধের মরদেহ সত্কার করতে এসেছিলেন তার দুই ছেলে ও স্ত্রী। সোমবার ওই বৃদ্ধের মৃত্যু হয় ডোডার গভর্মেন্ট মেডিকেল কলেজে। অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নামিয়ে অন্ত্যেষ্টি করতে যেতেই বিপদ। এলাকার লোকজন জড়ো হয়ে যায় শ্মশানে।

মৃত বৃদ্ধের ছেলে সংবাদমাধ্যমকে জানান, সরকারের রেভিনিউ অফিসার ও একটি মেডিকেল টিমকে সঙ্গে নিয়ে আমার বাবার দেহ সত্কার করতে গিয়েছিলাম। ডোডার ডোমানা এলাকার একটি শ্মশানে বাবার চিতায় আগুন দেওয়া হয়। তারপরই কোথা থেকে এলাকার লোকজন এসে হাজির। ওরা প্রথমে সত্কারে বাধা দেয়। এরপর আমাদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে, লাঠি নিয়ে তেড়ে আসে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আধপোড়া মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে পালাতে বাধ্য হই।

বৃদ্ধের ছেলে আরও জানান, সরকারের কাছে অনুমতি নিয়েই আমরা মরদেহ সত্কারের জন্য ডোডায় নিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল সব ঠিক করা আছে অন্ত্যেষ্টিতে কোনও বাধা হবে না। ঘটনাস্থালে পুলিশ ছিল কিন্তু তারা কিছুই করেনি।

উল্লেখ্য, পরে ওই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে প্রশাসন। পুলিশের উপস্থিতিতে সবকাজ সম্পন্ন হয়। সূত্র: জিনিউজ

সিলেটভিউ২৪ডটকম/৪ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.