Sylhet View 24 PRINT

যে দেশে করোনায় প্রতি মিনিটে একজনের মৃত্যু!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৬ ১৪:২৯:৫০

সিলেটভিউ ডেস্ক :: দিন যাচ্ছে। মৃত্যুর সংখ্যায় করুণ রেকর্ড দেখেই যাচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। বৃহস্পতিবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে সেখানে একদিনের হিসাবে সর্বোচ্চ এক হাজার ৪৭৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টা বিবেচনায় প্রতি মিনিটে কোভিড-১৯ রোগে গড়ে সেখানে একজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে!

শুক্রবার রাতে ব্রাজিল মৃতের যে সংখ্যা দিয়েছে সেখানে আগের দিনের বিবেচনায় মৃত্যু একটু কম হলেও সেই হাজারের উপরেই রয়েছে। অর্থাৎ বৃস্পতিবারও দেশটিতে মিনিটে গড়ে প্রায় একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, আক্রান্তের দিক থেকে ব্রাজিল দ্বিতীয় স্থানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ২১ জন। মৃতের তালিকায় তারা তৃতীয়।
১৮ লাখ ৯৭ হাজার ৮৩৮ জন আক্রান্ত নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; মৃত্যু ১ লাখ ৯ হাজার ১৪৩ জনের।

মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪৪ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৭৩৪ জন।

ব্রাজিলের অবস্থা নিয়ে অনেক আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা গবেষণা প্রতিষ্ঠান সতর্ক করে আসছে। চাপে আছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

তবে বলসোনারো আবার স্টেট গভর্নরদের ওপর দায় চাপাচ্ছেন।

সিলেটভিউ২৪ডটকম/০৬ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.