Sylhet View 24 PRINT

করোনায় মৃত্যু মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৬ ২০:০৯:০৫

সিলেটভিউ ডেস্ক :: ভারতের আলোচিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল শুক্রবার এ খবরই হইচই ফেলে দিয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। তবে আজ শনিবার সকালে ছড়িয়ে পড়েছে আরও চাঞ্চল্যকর দাবি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছে বলে একটি বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে। তবে সেই দাবির সত্যতা যাচাই করা যায়নি।

খবরে আরও বলা হয়, করোনা আক্রান্ত হয়ে আন্ডারওয়ার্ল্ড ডনের মৃত্যুর খবরে তীব্র হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে দাউদের মৃত্যুর পোস্ট। যদিও এই বিষয়ে এখনও চুপ ইসলামাবাদ। কোনো বিবৃতি জারি করেনি নয়াদিল্লিও।

গতকাল শুক্রবার ইন্ডিয়া ডটকম ও আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতের আলোচিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। তাদের গৃহকর্মী ও নিরাপত্তারক্ষীদের কোয়রান্টিনে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর কাছে দাউদের আক্রান্ত হওয়ার খবর আগেই ছিল। করাচির সেনা হাসপাতালে তাদের রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ১৯৯৩ সালের আলোচিত মুম্বাই হামলার মূলহোতা দাউদ ইব্রাহিম মূলত মুম্বাইয়ের বাসিন্দা হলেও বেশ কয়েক দশক ধরে সপরিবারে পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। যদিও সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানায়নি ইসলামাবাদ। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/০৬ জুন ২০২০/ডেস্ক /জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.