Sylhet View 24 PRINT

সুদানে নির্মিত হলো ‘বাংলাদেশ রোড’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০১ ২২:৩০:৩৮

সিলেটভিউ ডেস্ক :: দক্ষিণ সুদানে একটি সড়কের নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ রোড’। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশি শান্তিরক্ষীদের সম্মানে দক্ষিণ সুদানের এই সড়কের নামকরণ করা হয় ‘বাংলাদেশ রোড’ নামে। সড়কটি নির্মাণও করেছেন সেখানে দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষী ব্যান-ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন)১৯।

সড়কটি অনলাইন ডিজিটাল ম্যাপ ও UNMISS অফিশিয়াল ম্যাপেও সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট-১৯ দেশটির ২৫৬ কিলোমিটার দীর্ঘ মুন্দ্রি-মারিদি-ইয়াম্বিয় নামের প্রধান মহাসড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের দায়িত্ব পায়। কাজ চলাকালে মুন্দ্রি কাউন্টির এক্সিকিউটিভ ডিরেক্টর তাবান জ্যাকসন ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় কিছু গ্রামভিত্তিক অনুন্নত এলাকার সঙ্গে ‘মুন্দ্রি-মারিদি’ মূল সড়কের সংযোগ সড়ক নির্মাণের অনুরোধ জানান।

বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট-১৯ স্থানীয় জনসাধারণের সাহায্যার্থে ‘হাই তিরিরি’ নামের গ্রাম ও
‘মুন্দ্রি-মারিদি’ মূল সড়কের মাঝে একটি সংযোগ সড়ক নির্মাণ করে দেয়। এর ফলে হাই তিরিরির সঙ্গে মুন্দ্রি শহরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।

পরে এই সড়কটিরই নাম রাখা হয় ‘বাংলাদেশ রোড’।

সিলেটভিউ২৪ডটকম/০১ জুলাই ২০২০/এভিয়েশননিউজবিডি /মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.