Sylhet View 24 PRINT

শিক্ষার্থীবাহী বাস ডুবে চীনে ২১ জনের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ১১:৪৯:৩৭

সিলেটভিউ ডেস্ক :: বাস হৃদের পানিতে পড়ে গিয়ে চীনে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছে। গুইজু প্রদেশের আনশুন শহরে মঙ্গলবার বাসটি একটি সেতু অতিক্রমের সময় পানিতে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাসটি শিক্ষার্থীদের বহন করছিল এবং ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। বাসটিতে মোট ৩৭ জন আরোহী ছিল, তবে তার মধ্যে কতজন শিক্ষার্থী ছিল তা জানা যায়নি।

বাসটির চালকও মারা গেছে। সিনহুয়া জানিয়েছে, ওই চালক ১৯৯৭ থেকে ওই রুটে গাড়িয়ে চালিয়ে আসছিলেন। 

সিলেটভিউ২৪ডটকম/৮ জুলাই ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.